করোনার সময় এই ভিডিও টি বাংলাদেশে মাত্র ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৫ লক্ষ বার শেয়ার হয়েছিল-ড. রাজু আহমেদ দিপু

করোনার সময় এই ভিডিও টি বাংলাদেশে মাত্র ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৫ লক্ষ বার শেয়ার হয়েছিল-ড. রাজু আহমেদ দিপু

করোনার সময় এই ভিডিও টি বাংলাদেশে মাত্র ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৫ লক্ষ বার শেয়ার হয়েছিল।
এই ভিডিও প্রকাশের পর শেখ হাসিনার দুর্নীতি ও কমিশন বানিজ্য সর্ব প্রথম প্রকাশ হয়েছিল।
যেখানে মাত্র ৩০০ টাকার প্রডাক্ট হাসিনার ব্যবসায়িক টিম সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যবসার অফার করেছিল এবং ৩০০ টাকার টেষ্টিং কিট্ ২০০০ টাকা দেখিয়ে বিক্রি করতে চেয়েছিল যা আমি রাজি হইনি কারন এগুলো আমাদের দেশের টাকা।
ঐ মুহুর্তে রাজি হলে প্রায় ২ হাজার কোটি টাকা আমি মুনাফা করতে পারবো সেই আস্বাস দিয়েছিল যা আমি রাজি হই নি।

এই ভিডিও প্রকাশের পর হাসিনা এতটাই বিপদে পরেছিল যে তার পিতা হত্যার নাম করে একজন কে ফাসি দিয়েছিল তবুও নাগরিকদের দৃষ্টি সরাতে পারেনি।
এই ভিডিও এর পর কিছুটা ব্যবস্থা করেছিল এবং মৃত্যুর হার কিছুটা কমেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিই ছিল সর্বোচ্চ প্রতিবাদ যা করোনার সময় লকডাউন সহ অনেক ধরনের কার্যক্রম দেশবাসীর জন্য প্রতিফলন ঘটেছিল।

এই ভিডিও টি ডিলিট করার জন্য শেখ হাসিনা সরাসরি ডিজিএফআই টিম পাঠিয়ে আমার বাবা ও মা কে উঠিয়ে আনার জন্য বাড়িতে টিম পাঠায় এবং এতটাই হুমকি দিয়েছিল যে আমার বাবা ও মা প্রায় ২ বছর আমার সাথে ফোনে যোগাযোগ পর্যন্ত করেনি।
আমার বাবা ঐ সময় স্ট্রোক করে বিশ্রাম নিতেও পারেনি যতটুকু মানসিক নির্যাতন করেছিল।
আমি চেয়েছিলাম দেশবাসীর সুরক্ষা যা কখনই রাজনৈতিক মতাদর্শের কারনে বাধা হতে পারে না।

আমাকে হেয় করার জন্য শেখ হাসিনা পুত্র জয়ের বন্ধু আরাফাত আমার ছবি দিয়ে গুজব ভাইরাস বানিয়েছিল।

সকল ভিডিও সামাজিক মাধ্যমে হাসিনার আইসিটি ইউনিট ডিলিট করেছিল যা এখনও কিছু কিছু ভিডিও সামাজিক মাধ্যমে পাওয়া যাবে।

শেখ হাসিনার প্রেস সচিব আশরাফুল আলম যখন আমার ছবি ও রাজনৈতিক পুর্বের ছবি ব্যবহার করে বলেছিল আমি জার্মানে তখন জার্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আওয়ামী লীগ আমাকে খুজেছিল হত্যার জন্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আমাকে হুমকি দিয়েছিল এবং পূনরায় আমার আত্মীয়দের নাম্বার সংগ্রহ করে সকলকে হুমকি দিয়েছিল।

প্রথম আলোর জার্মান সাংবাদিক সহ সকলেই ফোনে নানান ধরনের হুমকি দিয়েছিল।

আজ ৩০ দিন পরেও দেশবাসীর সুরক্ষা ১% কাজ করা হল না কেন? কার স্বার্থে? কাদের কে খুশি করার জন্য ?
দেশের সমস্ত মানুষের সুরক্ষার দায়িত্বে যারা আছেন তারা সময় ও সুযোগ থাকার পরেও কোন দায়িত্ব পালন করলেন না।আমার মুখ বন্ধ করার অনেক চেষ্টা করেছিলেন। আপনাদের কে সময় দিয়েছিলাম দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য।এখন সমস্ত প্রমান হাতে ....
কাদের ইশারায় দেশের ডাক্তার,পুলিশ, সেনাবাহিনী সহ সাধারন মানুষের জীবন ধ্বংস করা হচ্ছে?
যেখানে উন্নত দেশ গুলো ভাল মানের Isolation Gown, Mask সর্বরাহ সঠিক সময়ে পাচ্ছে না সেখানে আমি অরিজিনাল প্রডাক্ট এর সেম্পল দিলাম কিন্তু আপনারা ৭৫০ টাকার জিনিস ২২০০ টাকা আর ১৫০ টাকার জিনিস ৫০০ টাকা করতে চাচ্ছেন ঐ টাকা গুলো আমাদের দেশের মানে সমস্ত জনগনের ট্যাক্স এর টাকা। তারপরেও অরিজিনাল কিছুই আনতে পারেন না। চায়নাতে IPhone ও Normal Mobile তৈরী হয়। আপনারা আনবেন ২ নাম্বার জিনিস আর দোষ দিবেন আরেকজন কে তা কিরে হয়? ১ জনও পেলাম না যে দেশ ও দেশের মানুষ কে ভালবাসে। আমার কানেকশন চায়না মেডিকেল এসেসিয়সন(Association)এ না হয়ে যদি ভারত মেডিকেল এসেসিয়সন(Association) হত তবে কি হত? ভারতের ৩০ হাজার নিম্ন মানের কিট্ দিয়ে ত আপনাদের নিজেদের টেস্টই করবেন না আর নষ্ট টেস্টিং কিট্ দেওয়া হয়েছে এই জন্যেই https://m.dailyinqilab.com/article/289806/%E0%A।যেখানে ভারত চায়না থেকে আমদানি করেছিল ৫% Accuracy প্রডাক্ট https://www.bbc.com/news/world-asia-india-52378265 সেখানে আমি পেয়েছিলাম কারন চায়না মেডিকেল এসেসিয়সন আমার সাথে অনেক বছরের সম্পর্ক এবং আমাকে চায়না থেকে বলেছিল বাংলাদেশ ভারতের জন্য নিবে না কিন্তু আমার বিশ্বাস ছিল নিজের দেশের খারাপ অন্তত রাজনীতির জন্য কেও করতে পারে না।যেখানে ২ নাম্বার প্রডাক্ট ভারত চায়না থেকে দ্বিগুন দামে ক্রয় করেছিল https://m.bdnews24.com/bn/detail/health/1751974
যে ভারতেই সঠিক মানের প্রডাক্ট পাচ্ছে না । আমার টেস্টিং কিট্ গুলোর মান ৯৮.২% ছিল তারপরে আপনারা চায়নার নতুন ৪ টি Approved কম্পানির Authorisation Letter দাবি করলেন। আমি ১ দিনের মধ্যে তাও দিলাম যার মান ৯৮.৩% এবং আমেরিকার
FDA ও ইউরোপের CE certified প্রডাক্ট ছিল। আমি শুধু চেয়েছিলাম লাভ ছাড়া স্বল্প মূল্যে দিব। ২৭০ টাকার জিনিস ১০০০ টাকার ব্যবসা টা কি এই মূহুর্তেও করতে হবে আপনাদের ?যতদিন যাচ্ছে ততই চাহিদা আর দাম বাড়ছে কিন্তু দেশবাসীর সুরক্ষার জন্য কোন কিছুই করলেন না।
আপনারাই ত শিকার করলেন ঐ Approved Company গুলোর Authorisation Letter বেক্সিমকো আনতে পারে নি।আমাকে প্রশ্ন করলেন তা আমি কিভাবে আনলাম ? দেশসেবার জন্যও কি রাজনীতি টানা উচিত? আপনাদের PCR টেস্ট এর নামে যে অধীক খরচ দেখাচ্ছেন সেগুলোও সবচেয়ে কম মূল্যে আনা যায় তাহলে দেশের টাকা কেন নষ্ট করছেন?
যতটুকু দেশপ্রেম ঐ ভারতীয়দের আছে তার ১০% যদি আপনাদের থাকত তাহলে আজ দেশের এই পরিস্থিতি হত না।
????প্রত্যেক টি অপমৃত্যুর বিচার দেশবাসী করবে।
⭕️খুব শিঘ্রই দেশবাসী প্রমানসহ দেখতে পাবে। তখন আপনাদের চেহারা দেশবাসীর সামনে দেখাতে পারবেন?
এইবার আপনারা ভূল নাম্বারে ডায়াল করেছেন। আপনাদের জন্য দেশবাসীর সুরক্ষার সবকিছুই ব্যবস্থা ছিল কিন্তু আপনারা তা করেন নি।
পরিবার ত সবারই আছে।বিচার যারা করতে জানে তা দেশে কিংবা বিদেশে সব জায়গায় পারে।
আপনাদের সমস্ত অপকর্মের তথ্য প্রকাশ হবে।
দেশবাসীর জন্য আমার বাবা, মা এবং আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলা ছেড়ে দিয়েছি।
⚠মাননীয় আপনার পরিবারের কে দায়ী? বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য সেবা কে ধ্বংস করছে? আমি যাকে বুঝাতে চেয়েছি উনি আপনার এই নাটকের অংশ নয়।কে দেশের ঔষধ শিল্পের কাচামাল ও ক্যামিকেল আমদানি করে? তার পার্টনার বনানীতে কারা? আপনি যাদের কে বসিয়ে রেখেছেন দায়িত্বে তারা ত শুধু জনগনের গালি খাওয়ার জন্য কিন্তু যারা তালি দিচ্ছে তাদেরকে ত এবার সামনে আসতে হবে।
☝????বাংলাদেশের সমস্ত ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হলে সবাই চিকিৎসার জন্য ভারত নির্ভরশীল হয়ে যাবে।
☝????সমস্ত প্রশাসন ও সেনাবাহিনীর সদস্য আক্রান্ত হলে ভারত নিয়ন্ত্রন ১০০ ভাগ নিশ্চিত হবে।
⭕️তাই কি এত আয়োজন ?
আচ্ছা এই নাটক আর কতদিন চালাবেন? আপনার যারা স্ক্রিপ্ট লেখক আছেন তাদের কে বলুন মেগা সিরিয়ালের পর্ব এই মূহুর্তে যেন সাধারণ পরিবারে ধর্ষন, গুম ও হত্যার মত আর কোন অঘটন না ঘটায়। মনে রাখবেন প্রতিটি কাজ যেহেতু আপনার ইশারায় হচ্ছে তাহলে প্রত্যেকটি অপমৃত্যুর দায় আপনাকেই নিতে হবে।
সাধারন মানুষের চোখের পর্দা যদি একবার সরে যায় তখন কিন্তু আর কেও মৌলিক অধিকার থেকে বাদ যাবে না।
প্রিয় দেশবাসী☝????
আপনারা সব সময় মিডিয়াতে যা দেখেন তার ৯০% মিথ্যা সংবাদ থাকে যেন আপনাদের দৃষ্টি মূল বিষয় বাদ দিয়ে অন্যদিকে মনোযোগ থাকে।আপনারা কি দেখবেন তা আগেই নির্ধারণ করা হয়। আপনাদের দৃষ্টি নিয়ে যারা খেলা করছে তাদের উদ্দেশ্য সকল প্রকার মৌলিক অধিকার থেকে দূরে রেখে আপনাকে অন্য দিকে ব্যস্ত রাখা। মনে রাখবেন বাংলাদেশে বসে যারা সরকারের সমালোচনা করছে তারাও সরকারের কাছে দ্বায়বদ্ধ।
আমাদের দেশে কেও যদি ভাল করতে চায় তাকে বাধা দেওয়া হয়।আর বাধা টা এমন জায়গা থেকে আসে যা কেও কল্পনাও করতে পারে না। যেমন ধরুন আপনি চারিদিকে সাপ ছেড়ে দিলেন আর সবাই সাপের বিষের যন্ত্রনায় যখন চিৎকার করতে থাকে ঠিক তখনই একজন উজা হয়ে বিষ নামানোর জন্য চলে আসে।
উজা কখনও সাপের বিষ নামাতে পারে না।আর সেই উজা কে নিশ্চই আপনারা বুঝতে পেরেছেন। আপনার চারিদিকে শুধু হাহাকার, খাদ্য কেনার টাকা নেই, বাসা ভাড়া দেওয়ার টাকা নেই। একজন নাগরিক এর ৫ টি মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য ও চিকিৎসা আর শিক্ষা ত আমাদের মধ্যে নেই তা একদমই নেই। যদি বিন্দুমাত্র শিক্ষা থাকত তাহলে আজ আমাদের মৌলিক অধিকার বাদ দিয়ে সারাক্ষন মিথ্যা সংবাদ দেখতাম না। ফেইসবুক এ অন্যের রং তামাশা দেখতাম না। আপনি যত ক্ষমতাবান হোন না কেন আর আপনি যত বড় নেতা কিংবা ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী বা যে কোন পেশার চাকুরিজীবি অথবা সাধারন নাগরিক হোন না কেন। আজ আপনার জন্য নুন্যতম চিকিৎসা সেবা নেই। তাহলে কি অর্জন করেছেন স্বাধীনতার প্রায় ৫০ বছরে।এখনও কিশের পরাধীনতার ছায়া ?
⚠️কারা চাচ্ছে আমাদের ডাক্তার ও নার্সদের কে শেষ করে দিতে?
⚠️কাদের লাভ এই দেশের নাগরিকরা বাংলাদেশে চিকিৎসা সেবা না পেয়ে অন্য দেশের ওপর নির্ভরশীল হলে?
⚠️কাদের লাভ আমাদের দেশের পুলিশ সহ সেনাবাহিনী করোনায় আক্রান্ত হয়ে অসহায় হয়ে অন্য দেশের শতভাগ
নির্ভরশীলতায় পরিনত হলে?
⚠️কাদের লাভ আমাদের দেশের শ্রমিকরা আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে পরিনিত করে দেশের সমস্ত শিল্প কারখানা বিলুপ্ত করলে?
⚠️কাদের লাভ আমাদের দেশের ডাক্তারদের ভেজাল পন্য দিয়ে সুরক্ষার নাম করে তাদের জীবন ছিনিয়ে নিলে?
⚠️কাদের লাভ আমাদের দেশের মেধাবী যারা সরকারী বিভিন্ন ডিপার্টমেন্ট এ আছেন তাদেরকে সুরক্ষা না দিয়ে মৃত্যুর শেষ প্রান্তরে নিয়ে যেতে?
☝????আপনারা কি চিন্তা করছেন আগামী কয়েক মাস পরে কি হবে?
নাকি এখনও ঘরে বসে হিরু আলমের ভিডিও দেখে না হয় অন্য কিছু দেখে আপনার সময় নষ্ট করছেন? যখন আপনার কিছু করার প্রয়োজন ঠিক তখনই ভারতের নাটক এর সিরিয়াল এর মতন একটার পর একটা ঘটনা আসতে থাকে যা আপনাদের মনোযোগ ও দৃষ্টি বদলে যেতে শুরু করে।
হিরো আলমের ভাষাই এত দিন বুঝেন নি যে দৃষ্টি শক্তি বদলান জীবন বদলে যাবে অর্থাৎ আপনারদের দৃষ্টি যেন অর দিকেও না থাকে কিন্তু আপনারা তার কাজ কর্মের ভিডিও দেখেই সময় নষ্ট করেন আর অন্যদের কথা না বলাই ভাল কারন তাদের মনুষত্বের মূল্য ঐ আলমের জুতার যোগ্যতার মধ্যেও পড়ে না।
⚠️সরকারের পক্ষে এবং বিপক্ষে সবাই সরকারের অনুসারি (কেও প্রয়োজনে আবার কাওকে ভয় দেখিয়ে) তাহলে সাধারন মানুষের ও দেশের পক্ষে কি একজন মানুষ নেই ?
আপনারা যারা রোজা রাখছেন কার ভয়ে? আল্লাহ কে কি আপনারা সত্যিই ভয় পান ? আপনারা যে শপথ নিয়েছিলেন দেশ সেবার তার কি কোন মূল্য নেই?
©যতদিন পর্যন্ত আপনারা সঠিক পথে না আসবেন ততদিন আমাদের দেশে কিছুই হবে না।
যেখানে নোবেল বিজয়ী ব্যর্থ সেখানে আপনি আমি কিছুইনা।
✔️যেখানে প্রধান বিচারপতি শেষ সময় সত্য বলতে চেয়েছিল তখন সে বিচার পায় নি সেখানে আপনি আর আমি কে?
✔️যেখানে দুর্নীতির অভিযোগ এ দুদক পরিচালক কে বহিস্কার করা হয় সেখানে আপনার আর আমার অধীক দুর্নীতি না থাকাটাও একটা অপরাধ।
⭕️আজ আপনার ফান্ডে ভিক্ষুক, রিক্সাওয়ালা ও বাচ্চাদের মাটির ব্যাংকের দান দেখানোর অভিনয় দেখাতে হয়।
⚠️গত ২/৩ মাস আগে পিকে হালদার যখন ৩৫০০ কোটি টাকা নিয়ে চলে গেল তখন কি করলেন?
আমার কম্পানির ৪৭০০০ টাকা ছিল উনার কম্পানিতে। যখন মিডিয়াতে শুনলাম উনি উধাও তখন উনার প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলনের জন্য গুলশান থানায় জিডি করার জন্য সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত বসে আমার অফিস প্রতিনিধি জিডি করে ঐ অফিসে গেল সাথে যে পুলিশ কর্মকর্তা গেল উনি বলেন ঐ অফিসের এক কর্মকর্তা ৯৫ লক্ষ টাকা সহ গুলশান সিগন্যাল এর পাশে ধরে ছিল সকালে তারপর উপর থেকে ফোন আসায় ছেড়ে দিয়েছিল। আমি ত আমার ৪৭০০০ টাকা উদ্ধার পেয়েছিলাম ঐ রাতে কিন্তু ঐ ৩৫০০ কোটি টাকা কি আপনি ফেরত আনতে পেরেছিলেন? এত পরিমান টাকা কি অর্থ মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ??
ঐ ৩৫০০ কোটি টাকার মধ্যে ১৮ কোটির মধ্যে আমিও আছি। আমার টাকা ফেরত দিতে হবে আপনাদের।
যে পরিমান টাকা প্রবাসীরা কষ্ট করে প্রতিমাসে রেমিটেন্স পাঠায় তারচেয়ে কয়েকশত গুন টাকা আপনারা বিদেশে পাচার করেন।
১০ টাকার সিগারেট এ যদি সম্পূরক শুল্ক ও ভ্যাট সহ জনগন আপনাদের ৮ টাকা ট্যাক্স দিয়ে থাকে তবে তাদের প্রতি কি আপনাদের কোন দায়িত্ব নেই????
✔️আমি ত এই সময়ে কয়েক লক্ষ চাকুরি নিশ্চিত করার জন্য প্লাটফর্ম দিতে চেয়েছিলাম কিন্তু দেশের মানুষের উন্নয়ন হলে ত আপনাদের নোংরামির রাজনীতি কম হবে তাই ত এত বাধা।দেশের জন্য কেও কিছু করতে চাইলেই আপনাদের সহ্য হয় না কারন আপনারা ভারতের গোলাম।মনে করেন ভারত পাশে আছে বলেই আপনারা ক্ষমতায় আছেন। যদি দেশের মানুষের জন্য সত্যিকার ভালবাসতেন তবে দেশের জনগন আপনাদের এমনেতেই আগলে রাখত। আজ অনেক আওয়ামীলীগের এমপি ও আপনাদের সরকারী সিনিয়র কর্মকর্তারাও আমাকে বলছে আপনি যা বলেছেন তাই সত্যি এবং আমি আপনার কথামত ঘরে অবস্থান করছি।
আচ্ছা কতটা ICU আছে? অক্সিজেন এর সিলিন্ডার কেন রুগীর আত্মীয় স্বজন টেনে নিয়ে যেতে হয়?
কোন সেক্টরে আপনারা সঠিক কাজ করেছেন?শুধু জনগনের টাকা চুরি ও নষ্ট করেছেন।
⭕️আর ভবিষ্যতে যদি আমার বাবা ,মা কে ভয় দেখাতে আপনার স্পেশাল টিম বা কাওকে পাঠান তাহলে প্রতিদিন ভিডিও দিব। শুধু আমি না সাথে আমার ছেলেকে নিয়ে একসাথে প্রতিবাদ করব।দেশবাসীর সুরক্ষার জন্য যারাই আমাকে বাধা দিবে তাদের সবাইকেই আমি ত্যাগ করেছি এবং ভবিষ্যতেও করব।
✔️
প্রিয় সমালোচক ভাই ও বোনেরা আস্সালামু আলাইকুম।
আপনার অনেক ক্ষমতা অনেক টাকা কিন্তু আপনার পরিবার কে দেশে সুরক্ষা দেওয়ার মতন নূন্যতম স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে পারেন নি তাহলে সাধারন মানুষ কোথায় যাবে? আমি ৩৫ বছর বয়সে যা করেছি আল্লাহ রহমতে সেই বয়সের হিসাবে আপনাদের অনেক কিছুই করার বাকি। এই দেশ যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু কিছু মানুষ পরিবর্তন হবে। আমি যা করছি তাতে আপনাদের সুরক্ষাও নিশ্চিত আছে।
⭕️স্কুলের ছেলেরা রাস্তায় নামার কারনে কিছুদিনের জন্য ঢাকাবাসী দেখতে পেয়েছিল অধিকার কিভাবে আদায় করা যায়।তবে জনগনের পিঠ দেয়ালে লেগে গেলে তাই হবে একদিন।এখনও কি পিঠে দেয়াল ঠেকে নাই? নাকি হাতে দিলে পিঠে সয় অবস্থায় থাকবেন?
আমাদের দেশ বাচলে দেশের প্রতিটি নাগরিক বাচবে।
আর যদি মানুষই না বাচে তবে আপনাদের রাজনীতি কাদের জন্য ??????
যদি আপনার আইনের শাসন দেশে থাকত তাহলে ভারতীয় বাহিনী দিয়ে গুম করে ঐ পারে কাওকে নিয়ে যেতে হত না। বাংলাদেশেই বিচার ব্যবস্থা ও সঠিক নিয়মে দেশ পরিচালনা হত।
বর্তমানে যে ভয়ানক অবস্থা মানে বিমানে বসেও আপনি বন্দুকের গুলির ভয় দেখাচ্ছেন ? এই মুহুর্তে দেশের কথা ভাবুন তানাহলে যদি ছিদ্র হয় তবে সবাই ত একসাথে বিলুপ্ত হয়ে যাবে।
⭕️আর আমাদের দেশের সেনাবাহিনীদের ভয় দেখান যদি কিছু বলতে যায় তাহলে ভারত থেকে সেনাবাহিনী চলে আসবে। আবার বলেন যে না আমাদের সহযোগীতা লাগবে না। ভারত যেখানে পাকিস্তান ও চিনের সিমানায় দিশেহারা সেখানে বাংলাদেশের ভূখন্ডের সিমানায় নতুন করে কোন কিছু করার সাহস পাবে না যদি আমাদের দেশের সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী এক থাকে। কিছু কর্মকর্তার ভরসায় আর তান্ডব চালাবেন না দয়াকরে।
আজ কেন আমাদের পুলিসকে লাফিয়ে আত্মহত্যা করতে হল? আজ পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক ও আমার দেশের জনগন আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে। তাদের সুরক্ষার জন্য কি করলেন এত দিনে? একেক সময় একেক ঘোষনা কেন? পরিবার পরিকল্পনা বুঝেন না আর দেশের কি পরিকল্পনা করবেন?
- [ ] এখন বাংলাদেশে আধুনিক বাংলাদেশের রুপকার চায় যার নেতৃত্বে বাংলাদেশ পাবে প্রতিটি নাগরিকের সমান অধিকার। পাবে উন্নত দেশের মতন ফ্রী চিকিৎসা সেবা। যেন ফোন দিলেই ৫ মিনিটের মধ্যে পুলিশ, Ambulance ????. ফায়ার সার্ভিস চলে আসে। থাকবে সবার জন্য কারিগরি শিক্ষা যেন কোন বেকার না থাকে।দেশ কে উন্নত দেশের মতন করতে বেশী সময় লাগে না যদি নিয়ম হয় যারা দেশ চালাবেন তাদের দেশ পরিচালনার সময় সমস্ত সম্পত্তির মালিক থাকবে দেশের জনগন।তাহলে এই ধরনের বিপর্যয়ের সময় আর মিথ্যা বলতে হবে না আপনাদের। সেই নেতৃত্ব যে কেও দিতে পারে।এখনও সময় আছে দেশবাসীর কাছে ও আল্লাহর কাছে ক্ষমা চান।ঠিক দেশ আজ সিংগাপুরের চেয়েও উন্নত কারন তাদের চেয়ে আপনাদের অবৈধ টাকা অনেক বেশী।এই টাকার মালিক দেশের জনগন।জমিদার প্রথা চলে গেছ অনেক বছর আগে কিন্তু এখনও সমস্ত কিছুতে ট্যাক্স ও ভ্যাট নিয়েও কোন নাগরিক সুভিধা দিতে পারছেন না।তাহলে স্বাধীন দেশ কিভাবে বলেন?
- [ ] প্রবাসীরা এই সময় কোন টাকা না পাঠালেও আপনাদের অবৈধ টাকার ০.০০০০০১% যদি প্রতিমাসে বৈধ ভাবে দেশে পাঠান তাহলে বাংলাদেশ ব্যাংক এর বৈদেশীক রিজার্ভ বৃদ্ধি অব্যাহত থাকবে কিন্তু জনগনের পেট ভরবে না। চিকিৎসা সেবা আসবে না।তার জন্য আপনাদের মনমানসিকতা ও সমস্ত সিস্টেম বদলাতে হবে।
- [ ] দেশবাসী কে বাঁচান । আমার যেন আর কোন ভিডিও বার্তা না দিতে হয়।আমি একজনকে কথা দিয়েছিলাম যদি আপনারা দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করেন তাহলে আমি নতুন ভিডিও দিব না।
- [ ] আমার জীবনে কোন কাজ অসমাপ্ত রাখিনি।
- [ ] আমাকে টাকা দিয়ে আর কেনার চেষ্টা করবেন না এখন পর্যন্ত যা করেছি তার জন্য নিজের বাবার কাছ থেকেই সহযোগীতা নেই নি জীবনে।
- [ ] আমি জানি কারা আপনাদের সাথে জড়িত। ভাত ছিটালে কাক পাওয়া যায় কিন্তু সিংহ নয় ।আমি আমার মনের রাজা।
আমাকে জয় করতে হলে মন থেকে দেশবাসীর পাশে দাঁড়ান।এই মুহুর্তেও যদি সঠিক কাজ করেন তবে ৭ দিনেই সুরক্ষা নিশ্চিত করা যায়। এই মুহুর্তে আরেকটি কথা আমার কিন্তু হঠাৎ করে রাগ উঠে যায় তখন কিন্তু আমি কাওকেই চিনি না এমন কি অন্যায়ের প্রতিবাদ করতে নিজের বাবাকেও না। কখন কি প্রকাশ করি তা নিয়ে চিন্তা না করে দেশের মানুষের পাশে আসুন। আর দেশ ত নিজের মায়ের আগে তাহলে তার সাথে না
একদমই না। না মানতে পারছি না। কয়েকটি রাত ধরে ঘুমাতে পারছি না..
একজন কে দেখলাম ঐ দিন ঠিক মতন জিলাপি বানাতে পারেনি। আমি যখন ইউরোপে পড়াশোনা করতাম ঐ সময় একটি ৫ তারকা হোটেলে এসিস্টেন্ট কুক ছিলাম প্রায় ২৪০ ধরনের মজার রেসিপি পারি দেশের সুরক্ষা হলে একদিন রান্না করে খাওয়াব উনাকে।আমার রান্না এতই মজাদার আমার স্ত্রী আশায় বসে থাকে কোন দিন আমি রান্না করব।কিন্তু আমার দেশ সেবার কাজে বাঁধা দেওয়াতে তার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছি।এখন ত আপনাদের নিয়েই আছি এবং থাকব ইনশাআল্লাহ ।আমাদের বাংলাদেশ। ঐ ভূল আর যেন না হয়। আমার কাছে পৃথিবীটা অনেক ছোট।
⚠️এখানে কিছু দেশপ্রেমিক ভিন্ন প্রাসঙ্গিক কমেন্ট অথবা ইনবক্স করবে তাদের জন্য :-
Frequently Asked Questions(FAQ):-
⭕️এত দেশ প্রেম তবে দেশের বাহিরে কেন?
➡️যারা আমাকে ২ বছর আগে দেশ ছাড়তে বাধ্য করেছে একদিন তাঁরাই দেশসেবায় আমাকে দেশে নিয়ে আসবে ইনশাআল্লাহ।তানাহলে দেশের জনগন তাদেরকেই বিতারিত করবে।সময় খুব সন্নিকটে।
⭕️আপনি ত বলেছিলেন এটি প্রেগনেন্সি টেস্টের মতন সহজ?এটা কিভাবে ব্যবহার করে?
⭕️আপনি যে প্রডাক্ট পাঠিয়েছিলেন সেগুলো কোথায়?
⭕️আপনি কি চান?
➡️দেশের মানুষের অধিকার। যারা দেশ কে ভালবাসে তাদের কে যেন দেশ থেকে বের করে না দেওয়া হয়।
সোনার বাংলার যে সোনার গ্লাস আছে তার নিচে এক ছিদ্র আছে। যতই পানি দেওয়া হচ্ছে কোন লাভ হচ্ছে না। ঐ ছিদ্র দিয়ে সব চোরেরা শেষ করে দিচ্ছে।
⭕️আচ্ছা বুঝলাম সরকার নিতে চাচ্ছে না অথবা নিচ্ছে না ত আপনি বেসরকারি ভাবে কেন দিচ্ছেন না?
➡️ যেখানে সরকার ১৫০ টাকার জিনিস ৫০০ টাকা করতে চাচ্ছে সেখানে প্রাইভেট ভাবে দিলে ১০০০ টাকা হবে।কতদিন কতবার ব্যবহার করতে পারবেন? অধীক টাকা আছে ১% মানুষের আর ৯৯% কি হবে সেগুলো ভেবে দেখেছেন? https://www.facebook.com/830878870270079/posts/3134817709876172/?d=n
⭕️ভাই উনি ত বিএনপি করে!
➡️ আমার রাজনীতি কোন পেশা না এবং কখনও ছিল না। যুবদল কেন্দ্রীয় কমিটিতে গত ১২ বছরে আমি শুধু ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের সহযোগীতা করেছি। আমাকে আংগুল দিয়ে প্রশ্ন করার মতন কেও নেই কারন আমি ত রাজনীতি এখনও শুরু করিনি।এই দলকে আমি ভালবাসি। আমার নৈতিকতা ও দেশসেবা কখনও প্রশ্নবিত্ত হতে পারে না। https://www.facebook.com/rajuahmeddipu/videos/464249814343121/?vh=e&d=n
⭕️আপনি হঠাৎ করে প্রতিবাদ শুরু করলেন কেন?
➡️ আমার জীবনে অন্যায়ের প্রতিবাদ সব সময় ছিল কখনই রাজনীতির প্রয়োজন ছিল না। ২০০৯ এর অক্টোবর মাসে যখন ব্যারিস্টার তাপসের উপর হামলা হয়েছিল তখন BTV সংবাদ পত্র ও আজকের বাংলাদেশ টকশোতে আমন্ত্রিত অতিথি হয়ে আমি প্রতিবাদ করেছিলাম তাও শিক্ষাবিদ হিসেবে (তখন ২২-২৩ বছর বয়স ছিল আবার ঐ বয়সেই আমার প্রতিষ্ঠানে ১৯ জন চাকুরি করত )। তখনও রাজনীতি করিনি।আমি যখন আইডিয়াল কলেজে ছিলাম সেই সময় অন্যায়ের প্রতিবাদে এতটাই বিখ্যাত ছিলাম যার ইতিহাস এখনও কলেজে আছে। আমি যখন ৫ম শ্রেনীতে ছিলাম তখন অন্যায়ের প্রতিবাদের জন্য একটি ক্লাব বানিয়ে ছিলাম যার নাম আমি দিয়েছিলাম ড্রাগন ক্লাব আর ঐ বয়সেই সবাই মার্শাল আর্ট শিখেছিলাম শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য।কখনও রাজনীতির প্রয়োজন হয় নি।
সমগ্র দেশের মানুষের সুরক্ষার জন্য যদি রাজনীতির প্রয়োজন হয় তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ করব।
যদি এই মুহুর্তে আপনারা সঠিক পথে চলে আসেন তবে আমার আর সময় নষ্ট হবে না।আর রাজনীতির প্রয়োজনও হবে না।আমি আপনাদের জন্য নতুন নতুন কর্মসংস্হানের ব্যবস্থা করতে পারলেই খুশি।দেশ সেবার জন্য সবসময় যে রাজনীতি করতে হয় তা কিন্তু নয় তবে অপরাজনীতি নির্মূল করার জন্য সবাইকে একসাথে আওয়াজ উঠাতে হয়।
⭕️আপনি কি অনেক ভাল ছাত্র ছিলেন?
➡️ না একদমই না। আমার স্কুল ও কলেজে কোন দিন সঠিক সময়ে উপস্থিত হইনি ক্লাসে। শুধু রিডিং পড়লে অথবা বিসিএস গাইড পড়লে দেশের উন্নয়ন হয় না। কারন তখন আপনার মাঝে থাকবে অহমিকা আর সত্যিকার শিক্ষার কোন শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু শিখতে হবে আর যে শিক্ষা অন্য কারও সহায়তায় না আসে তা আমার কাছে কুশিক্ষা। আমি কিন্তু কোন জিনিস শিখতে চাইলে বেশী সময় লাগত না। যেমন আমাদের সময় গ্রেডিং পদ্ধতি চালু হয়েছিল আর আমি ফিজিক্স কম বুঝতাম ৩/৪ মাস গ্রুপ কোচিং করে ফিজিক্স এ A+ পেয়েছিলাম। ৫ম শ্রেনীতেই আমার বাংলাদেশ ও বিশ্বের ডায়েরী মুখস্ত ছিল। যেমন পৃথিবীর সমস্ত দেশের নাম, মুদ্রার নাম, জনসংখ্যা, আয়তন, কেন বিখ্যাত, কিশের জন্য বিখ্যাত ইত্যাদি।
আমি HSC পরিক্ষা দিতে যাব তখন দেখি ঐ বিষয়ের বই কিনি নাই সারা রাত আড্ডা দেওয়ার পর সকালে বই কিনে পড়তে পড়তে পরীক্ষার হলে গিয়েছি।কলেজ জীবনে আমি শুধু বিচার আচার নিয়েই থাকতাম।মানুষের শিক্ষাটা ছোটবেলায় বেশী কাজে লাগে যেমন আমি যখন উত্তরায় হলি চাইল্ডে Class 2 তে যা শিখেছিলাম তখন আমার কলেজের ২য় ও ১ম মেধাবী(ঐ সময় সারাদেশের মধ্যে ৩য় ছিল কলেজ থেকে তারা ফ্রী থাকা ও খাওয়ার সার্ভিস পেয়েছিল) ও ইংরেজী প্রভাষক ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেধাবীও তা পারেনি। যদিও আমার ঐ বন্ধু এখন বিসিএস ইংরেজী প্রভাষক।আমি ৯ টি ভাষায় কথা বলতে পারি আর নতুন করে আরও দুইটি দেশের ভাষা শিখছি।
⭕️আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এ ছাত্র রাজনীতি করলেন না কেন?
➡️আমি কলেজ জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজনীতি দেখেছি ঐ সময় যা করেছি তা এখন কেও করতে পারবে না। আমি ছাত্র জীবনে প্রতিবাদি ছিলাম যদি রাজনীতিতে পরে যেতাম তবে আজ আমার দেশ বিদেশে ১৯ টি কম্পানি থাকত না। আজও শুধু নতুন নতুন কর্মসংস্থান করি যেন মানুষ চাকরি করতে পারে।আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র নেতারা এখনও অনেকে চাকরি খুঁজছে অথবা রাজনীতিতে কেন সময় নস্ট করল তার হিসেব মেলাচ্ছে।কলেজের ৫ ছাত্রের ভূতের গলি থেকে থানায় ধরে নিয়ে মিথ্যা মামলায় ফাসাতে চেয়েছিল ঐ সময় আমি ৪০০/৫০০ জন ছাত্র নিয়ে ধানমন্ডি থানা (বর্তমান বাকুশাহ মার্কেটের পাশে ছিল) উপস্থিত হয়ে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। তখনও রাজনীতির প্রয়োজন ছিল না। আমি কলেজ ছাড়ার ১ বছর পরেও কলেজ আমার কথা শুনেছে আমার এলাকার বর্তমান পৌর যুবলীগ এর সভাপতি আমাদের কলেজে ৩ বিষয়ে রেজাল্ট খারাপের কারনে Form Fill Up করতে দেয় নি।তখন বিএনপি ক্ষমতায় আর সাঈদ ইস্কান্দরের কলেজ এখানে কোন রাজনীতি নেই।আমি শুধু কলেজে ফোন করে বলেছিলাম ওঁকে আমি ভর্তি করিয়েছিলাম ফর্ম ফিল আপ করতে দিন। আর ওঁকে বলেছিলাম ঠিকমতন পড়তে। তারপর ও পরীক্ষায় পাস করেছিল।
প্রতিবাদ করতে হলে রাজনীতির প্রয়োজন হয় না শুধু সৎ সাহস লাগে।
⭕️আপনি কোন ব্যবসায়ী সংগঠনে নেই কেন?
➡️যারা পরিশ্রম বা কোন যোগ্যতা দিয়ে নিজে কিছু করতে পারে না। তাদের জন্য সংগঠন একটা ব্যবসা।আপনি প্রতিটি সংগঠন যারা চালাচ্ছেন তাদের প্রতিস্ঠানের দিকে তাকালেই দেখতে পারবেন যে ৯৫% সংগঠন যারা চালাচ্ছেন তাদের নূন্যতম কোন যোগ্যতা নেই।অনেক প্রমান আছে।আপনিও ৭/৮ জনের যে কোন একই ধরনের কম্পানির মালিক কে নিয়ে ভিন্ন নামে একটি এসেসিয়সন(Association) করতে পারবেন শুধুমাত্র ২/৩ লক্ষ টাকা খরচ করলেই হবে। তারপর আপনার এসেসিয়সন(Association)থেকে ২/৩ জন FBCCI এর সদস্য হয়ে গেলেন আর যা খরচ করছেন তা FBCCI এর নির্বাচনের আগেই ভোটের জন্য কয়েকগুণ টাকা চলে আসবে এছাড়াও সংগঠনের সদস্য সংগ্রহ ও অন্যান্য কর্মকান্ডের ব্যবসা ত সারা বছর আছেই।আর কেও হাজার কোটি বা শতকোটি ব্যাংক লোন নিয়ে দেশের সাথে ত প্রতারনা আছেই।উনাদের জন্যই দেশের বেশীরভাগ ব্যাংকের মূলধনের ঘাটতি।
আমি আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের সাথে সংযুক্ত আছি।আমি কয়েকটি Association করে দিয়েছি যারা এখনও চালাচ্ছেন আর নতুন করে অনেকেই চালাবে।যেগুলো করে দিয়েছি তাও আমার টাকাতেই করে দিয়েছি।
জীবনে শুধু সহযোগীতা করেছি কিন্তু কারও সহযোগীতা নেই নি।
⭕️ভাই উনার প্রডাক্ট কি WHO দ্বারা উনুমোদিত?
➡️ এগুলো কোন ভেকসিন নয় যে WHO অনুমোদন লাগবে। যেখানে USA , UK, ও ইউরোপে অনুমোদন দিয়ে ব্যবহার করছে সেখানে আপনি কিসের কথা বলছেন?
আপনার WHO অনুমোদিত PCR Test আমার চেয়ে কম দামে কেও দিতে পারবে না।তাহলে সরকার নিচ্ছেনা কেন? যেন অধীক দাম দেখিয়ে দেশের টাকা চুরি না করতে পারে সেই জন্যে ?
⭕️আপনি ব্যবসার জন্য যোগাযোগ করতে চাচ্ছেন?
➡️আমি কিছুদিন আগে Asian Development Bank(ADB) অনেক বড় অর্ডার না করে দিয়েছি। এখন একটি ভাইরাসের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সময় মানুষের জীবন নিয়ে কোন ব্যবসা নয়। সরকারের মাধ্যমে দিলে -এক সরকারের মানে দেশের অর্থ বাচবে আর দুই সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
⭕️যারা থ্রেট দিবেন যেমন তরে যেখানে পাব সেখানেই সাইজ করব।
➡️আপাতত আমার মাথা গরম আছে দেশের জন্য কিছু করতে পারছি না পারলে আমার কাছ থেকে দুরে থাকেন ভাই। আপনারা আমার কাছে খুবই নম্র ও ভদ্র যা কল্পনাও করতে পারবেন না।আপনাদের চিন্তা যেখানে শেষ হয় তখন আমার শুরুই হয় না।
⭕️যে সকল মেয়েরা আপুরা আমার ইনবক্স এ নক করেছিলেন অথবা আবার করতে চাচ্ছেন:
➡️দয়াকরে সঠিক পথে চলুন।জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশী। আল্লাহ আপনাদের সঠিক পথে নিয়ে আসুক।আমীন।
⭕️ভাই আপনার মতন মানুষের এই সময় দরকার আমাদের দেশে আপনি বলুন আমাদের জন্য ।
➡️ কেন ভাই ? আপনি আপনার অধিকারের কথা কি বলতে পারেন না? আপনি কি বাংলাদেশী না? আপনি কি স্বাধীন দেশে বসবাস করেন না? আপনি বলুন যদি কেও আপনার পাশে না থাকে তবে আমি থাকব।আমার চেয়ে অধীক জ্ঞান সম্পূর্ন ব্যক্তি আমাদের দেশে রয়েছে তাদের মূখ বন্ধ কারন ☝????কাদের জন্য করবে? আপনারা যতদিন জেগে থেকেও ঘুমিয়ে থাকবেন ততদিন কিছুই হবে না।
⭕️আমি উমুক মিডিয়া থেকে আপনার বেপারে কিছু লিখতে চাচ্ছি।
➡️আমি চাই না আপনি সাগর রুনি হয়ে যান। আমি ২০১০ সালে অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়সন করেছিলাম আর আমার নিজেরও অনেক গুলো অনলাইন নিউজ পোর্টাল আছে। দেশ সেবার মধ্যে সেলিব্রেটি হতে চাচ্ছি না।আর আপনাদের মিডিয়ার গত ১ মাসের রিপোর্ট যদি দেশবাসী দেখে অনেক জনপ্রিয় মিডিয়ার দেশপ্রেমের নমুনা তাহলে অনেকেই মূখ ফিরিয়ে নিবে আপনাদের কাছ থেকে।আর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বলেছে এই মাল এখন জার্মানিতে তখন আপনি একা কিছুই করতে পারবেন না। পারতেন যদি আপনারা অন্য সবাই এক সাথে প্রতিবাদ করতে পারতেন।তাহলে আজ সাংবাদিকদের মুখে তালা থাকত না।তাহলে আজ ধরে ভারত নিয়ে যেত না। বাংলাদেশের কারাগারের সদর দপ্তর কি ভারতে ? অনেক কিছুই আছে যা সময় হলে প্রকাশ হবে।প্রথম আলোর জার্মান প্রতিনিধি আমাকে ফোন করে এমন ভাবে প্রশ্ন করল যার রেকর্ডিং ও প্রমান আছে আরে ভাই দালালি করবেন একটু ভাবা উচিত আপনাকে বলেছিলাম প্রথম আলোর ডমেইন থেকে মেইল করতে হবে আর আপনি ৫ ঘন্টার মধ্যে আপনার নামে প্রথম আলোর ডমেইন এর ইমেইল পেয়ে গেলেন? মজার বিষয় আপনার পিছনে উপর মহলের এত প্রেসার ছিল যে ইমেইল ও Whatsapp এ Sicker লিখলেন? Seeker লিখবেন এরপর থেকে। যেখানে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব লিখে এই মাল এখন জার্মানি তখন আপনার আরও সহনশীল হওয়ার প্রয়োজন ছিল। ঐ রিপোর্ট এ কি পেলেন জানি না কিন্তু একটা ইমেইল আইডি পেলেন তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত ছিল।
⭕️ আপনার রিপোর্ট আমাদের TV তে প্রকাশ করতে চাই!
➡️২০০৯ তে বাংলাদেশ টেলিভিশন টকশো ছিল শেষ আর দিতে আগ্রহ নই কারন আপনাদের পাতানো স্ক্রিপ্ট আর দুই পক্ষের গোলযোগ শুধু সাধারন মানুষের জন্য কারন টকশোর পরে ত একজন আরেকজনের কাছ থেকে সিগারেট চেয়ে টান দিতে হয়।আমি অনেক স্বাধীন আর উচিত কথা কাওকে ছাড় দেই নি জীবনে।যদি দেশের জন্য সরকারে নীতিনির্ধারক পর্যায়ের কেও Live আসতে চান তাহলে Welcome দেশবাসীর জন্য তাদেরকে আসতেই হবে।মানুষ ত দেখতে চায় সংবাদের ভিতরেও সংবাদ আছে।
⭕️ভাই সব রাজনৈতিক দল একইরকম খালি সমস্যা আমাদের মতন জনগনের!
➡️ভাই আপনারা যদি সচেতন থাকেন তবে কেও কোন অন্যায় কোন দিন করতে পারবে না।
জনগনই ক্ষমতার মূল শক্তি।সবাইকে নিয়ে একদিন বের হন কেও কিছু করতে পারবে না কারন সবাই ত আমাদের বাংলাদেশী ভাই। একসাথে প্রতিবাদ করলে ভারতীয়রা আমাদের দেশে কোন অপরাজনীতি করতে পারবে না।
⭕️ভাই আপনার ভিডিও টি আমি শেয়ার করেছিলাম কিন্তু তা আর পরে পাই নি কেন?
➡️ কারন গত ৬ এপ্রিল যে ভিডিও প্রকাশ হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে ১ দিনে সর্বোচ্চ শেয়ার হয়েছিল। সত্য কথার জন্য সরকার অনেকের পেইজ যেমন একটি পেইজ আমার ভিডিও আপলোড করেছিল এবং তা ২ লক্ষ ১০ হাজার বার শেয়ার হয়েছিল। সেই পেইজ থেকে ডিলিট করে দিয়েছিল এবং এখনও প্রতিদিন ডিলিট করছে।
যেখানে তাদের কাজ সবাইকে সচেতন করা সেখানে তারা এগুলো করে যাচ্ছে।
এখনও কিছুই বলিনি তাতেই এত সমস্যা ?
যারা নতুন করে দেখতে চান তাদের জন্য ।
⭕️হ ভাই আপনিই সব বুঝেন আর দেশে কেও কিছু বুঝে না?
➡️আমি ত বলিনি যে আমি বুঝি কিন্তু অন্যদের মতন আমার মেরুদন্ড ভাংগা নয়। যোগ্যতা ত ভারতের প্রধানমন্ত্রীর যিনি ছিলেন চাওয়ালা আমার কাছে মনে হয় তার চেয়ে আপনার যোগ্যতা বেশী।সত্য বলাটাও একটা যোগ্যতা।আর এই বয়সে ৯৫ টি দেশ শুধু ঘুরে বেড়াইনি আমি দেখেছি তাদের উন্নয়ন ও অবমূল্যায়নের পার্থক্য।
⭕️♻️☝????একজনের ফেইসবুক প্রফাইল এ দেখলাম লেখা আমি বাংলাদেশের দালাল আরে ভাই দেশ টা ত নিজের মায়ের চেয়েও দামি আগে ঐ দেশের সন্তানের দায়িত্ব পালন করেন আর অন্যদেশের সাথে দালালি বন্ধ করেন।
⭕️আমাদের ত করোনায় বেশী মৃত্যু হচ্ছে না কেন এগুলোকে নিয়ে কথা বলছেন?
➡️যেখানে কোন মিডিয়া সত্য কথা বলতে পারে না সেখানে আপনি কিভাবে নিশ্চিত প্রতিদিন সঠিক হিসেব করা হচ্ছে? যার মারা যায় সেই বলতে পারছে। ICT department বসে আছে ঐ ধরনের রিপোর্ট গুজব বলে সাথে সাথে ডিলিট করার জন্য।যেখানে ডাক্তার সঠিক কথা বলতে পারে না সাথে সাথে বাদ দিয়ে দিচ্ছে সেখানে কার কাছ থেকে তথ্য পাবেন?
⭕️গুজব কাকে বলে?
➡️গুজব তাকেই বলে ধরুন আপনি দেখতে পাচ্ছেন আপনার রাস্ট্র পরিচালনার ব্যর্থতা ডাকার জন্য ১০/২০ জনকে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর অভিনয় করাচ্ছেন।
সবাই ভেবে নিল এবং আপনারাই প্রচার করলে। সারাদিন করোনা সন্দেহে মৃত্যু । আবার ঠিক তার পরদিন তাদের বাসায় গিয়ে ইন্টারভিউ নিচ্ছেন যেন তারা অসুস্থ ছিল। তারা কেও মারা যায় নি। এখানে প্রশ্ন আসতে পারে এসব করে কি লাভ? এতে করে সামনে যখন সত্যি সত্যি করোনার কারনে রাস্তায় কারও মৃত্যু হয় তা গুজব বলে চালিয়ে দেওয়া।
ডা: জাফরউল্লাহ টেস্টিং কিট্ ইউরোপে ও ইংল্যান্ড এ অনুমোদন এর মিথ্যা সংবাদ আপনারা নিজেরাই প্রচার করে তা আবার প্রকাশ করেন গুজব।
আপনারা সবাইকে যতটুকু বোকা ভাবেন। দেশের মানুষ কতটা বোকা নয়।কিন্তু আপনাদের মতন সয়তান নয় যার কারনে আপনাদের ধোকা বুঝতে একটু দেরি হয়।
আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তারা এখন করোনা যুদ্ধ দেখছি। আর আপনাদের মিথ্যা গল্প কে আমরা বিশ্বাস করিনা। বর্তমান দেখেই বুঝতে পারছি আপনাদের অতীত কি ছিল।
প্রতিদিন ICT Department এর কাজ জনগনকে সচেতনতা না করে নতুন নতুন বিভ্রান্তি তৈরী করে নতুন নতুন আলোচ্য বিষয় তৈরী করা।কারন আপনাদের ত ব্যস্ত রাখতে হবে তাইনা? বিদ্যানন্দ সাময়িক ঘটনা তার মধ্যেই।
আরও হাজারও ঘটনা আছে। আচ্ছা আপনারা যে প্রতিটি সংবাদ এর পর হাসি তামাশা করেন তাতে কি কোন লাভ হচ্ছে? এদেরকে বয়কট করে দেখুন কিছুদিন। আপনারাই ত জানেন মিথ্যা সংবাদ দিচ্ছে তারপরেও কেন দেখেন? সবার টাইমলাইন ফেইসবুক, টুইটার, ইউটিউব এ আপনার মৌলিক অধিকার প্রকাশ করুন। যাদের বাবা, মা বা আত্মীয় স্বজন আমাদের দেশটাকে নষ্ট করছে তাদের কে বয়কট করুন । তবেই ত দেশ বদলাবে। মূলবিষয়ের উপর অটুট থাকুন। আপনি যাবেন চট্রগ্রাম এখন আপনি যদি রাস্তারপথে নারায়নগন্জ বা কুমিল্লায় নেমে অন্য কিছু দেখেন তাহলে ত আপনি সঠিক সময়ে চট্রগ্রাম পৌঁছাতেই পারবেন না। আপনার ঘরে ভাত নাই আর আপনি মাংস খুঁজতে লাগলেন? করোনা সনাক্ত করার জন্য এই মুহুর্তে প্রতিদিন কয়েক লক্ষ টেস্ট করতে হবে।
আপনি উদাহরণ দিবেন সিংগাপুর আর ইকোনমিক্স রিপোর্ট দেখাবেন তুরস্ক ও চায়নার চেয়েও শক্তিশালী তাহলে ভারত কে অনুকরন টা ত সবচেয়ে বড় গুজব যার গজব কেন আমাদের দেশের জনগন পাবে?
⭕️আপনার কথা কতটা সঠিক?
➡সরকার গত ৩০ দিনে ১% মিথ্যা প্রমান করতে পারে নি। আর এখন যদি নাটক বানাতে চায় তাহলে আপনারা সিনেমা দেখতে পাবেন সম্পূর্ন প্রমানসহ। সমস্ত প্রমান আছে আমার কাছে। সব দেখালে কি এখনই রাস্তায় নামবেন নাকি আপনার কারও আপনজনের মৃত্যুর পরে নামবেন? আর দোয়া করেন যেন আর ভিডিও প্রকাশ না করতে হয় তাহলে যার আশায় বসে থাকেন কিছু করবে হয়ত দেশের জন্য তখন আশা বাদ দিয়ে রাস্তায় নেমে যাবেন। এই মূহুর্তে বিপর্যয় হলে তা দেশের জন্য ক্ষতি হবে।আর সব ভাষা বুঝার জন্য আপনার দৃষ্টি বদলাতে হবে। আপনাকে সবার চেয়ে সহজ ব্যক্তি হিরো আলম যে ভাষা আপনাদের বুঝাতে চেয়েছিল (দৃ্ষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে) অর্থাৎ আপনার দৃষ্টি যেন তারদিকেও না থাকে যেন আপনার সময়ের মূল্য বুজতে পেরে কিছু করার চেষ্টা করতে পারেন। কিন্তু আপনারা তাকে নিয়ে আরও অনেক পপুলার ব্যক্তি যাদের নাম নিলাম না কারন তারা হিরু আলমের মনুষত্বের যোগ্যতার মধ্যেও নেই।আপনাদের নিজেদের চিন্তা না করে শুধু সমালোচনা আর হাসি তামাশায় জীবন শেষ করছেন। যেখানে হিরো আলমের কথার অর্থ বুঝেন না সেখানে নোবেল বিজয়ীর আমাদের দেশে মূল্য না থাকারই কথা।
অন্যের জীবনী পরে তার মত হওয়া যায় না। নিজেকে খুজার চেষ্টা করুন। আপনার অধিকার অন্য কেও বাস্তবায়ন করতে পারবে না শুধু পথ দেখাতে পারবে.........
এত জনসংখ্যার দেশ আমাদের জন্য আল্লাহ্ রহমত যদি সঠিক সুসমবন্টন থাকত।
⭕️আমরা ত সময় নষ্ট করছি না শুধু Motivation Video দেখি!
➡️আপনি তা দেখে কি আজ কোন চাকরি পেয়ে গেছেন?নাকি আপনার কোন মৌলিক অধিকার ফিরে পেয়েছেন?
অদের মতন মেয়াদ উত্তীর্ন কিছু আপনি খেলে ত তারচেয়ে বেশী বলতে পারবেন। যারা নিজেরাই জীবনে কিছু করতে পারে নাই তাদের কাছ থেকে আপনি কি Motivated হবেন? জীবনে সময়ের অনেক মূল্য আগে নিজে কিছু করার চেষ্টা করুন।
⭕️আপনি এই ছবিটি কেন ব্যবহার করলেন?
➡️এই ছবি টি আমাদের দেশের এক প্রথম *** তারকার ২য় স্বামী তার পেইজে ব্যবহার করেছিল।
আমি বলেছিলাম কয়েক কোটি লোক আক্রান্ত হবে আপনাদের অসচেতনতার কারনে। আল্লাহ রহমতে তার পরের দিন থেকেই সরকার সচেতন হয়েছে।যার কারনে এখনও সাধারন ছুটি পেয়ে যাচ্ছেন।শুধুই সচেতন হলে হবে না। সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
প্রথমে সবাই কে জানালেন খাদ্যের ঘাটতি হতে পারে কিন্তু তারপর ? যেমন খাদ্যের ঘাটতি নেই দেখিয়ে সবাইকে ধান ক্ষেতে নামিয়ে দিল। আচ্ছা করোনার লক্ষন অনেক সময় ২৫ দিন পরে ধরা পরে। এখন যারা ধানক্ষেতে নেমেছিল বেশী অভিনয় দেখাতে তাদের জন্য আমি চিন্তিত। অধিক চিন্তিত।দয়াকরে প্রতি ৩ দিন পর পর করোনার টেস্ট করবেন সবাই। আপনারা আমাদের বাংলাদেশী। আপনাদের কোন ক্ষতি হোক আমি তা চাই না।নিজের ভাল ত পাগলেও বুঝে তাইনা? আমি জানি অনেকে জাতে মাতাল কিন্তু তালে ঠিক। । নিজেরা ঘরে বসে থাকবে আর অন্যদের বলবে কোন সমস্যা নেই।
????আমার এই লেখা আপনাদের শেয়ার করতে হবে না কারন আমার গতমাসের ৬ তারিখের ভিডিও দেওয়ার পরবর্তি ১০ দিনে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে যেমন কেও শেয়ার বা লাইক দিলেই মামলা করা হবে। শাক দিয়ে মাছ বেশি দিন ডাকা যায় না। ১ টি মিথ্যে কে ডাকতে আরও ১০০ টি মিথ্যে বলতে হয় তাহলে দেশবাসীর সামনে আর কি বলবে? শব্দের ভান্ডার ও তাদের কাহিনী শেষ হচ্ছে। এখন শুধু বাকি আছে ধরবে আর ভারত সফরে নিয়ে যাবে তানাহলে স্বপরিবারে চুরির নাটক দেখিয়ে ধর্ষন সহ হত্যা।
আচ্ছা সাথে ত একটা প্রতিবন্ধী ছোট বাচ্চাও ছিল তাকে কেন মারা হল? সে ত আর চিনতে পারত না কাওকে?
এইজন্যই কি ঘটেছে যেন এটি একটি নৃশংস হত্যাকাণ্ড মনে হয়? যেন দেশবাসীর দৃষ্টি করোনা থেকে সরে ঐদিকে থাকে?
না থাক এখন আমরা অনলাইনে ইংরেজী শিক্ষা নিব আর করোনার ভয় নেই কয়েকদিন এই নাটক দেখার পর যদি কোন চাকুরি পেয়ে যাই। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা লক্ষাধীক বেকার বসে আছে সেখানে ভারত থেকে আগত অবৈধ ভাবে ৭/৮ লক্ষ মানুষ চাকরি করছে আমাদের দেশে।
আহ্ আমার দেশপ্রেম । আহ্ আমার সোনার বাংলা
আমি ত লজ্জায় মরে যাই। আমি মরলে কি শেষ হয়ে যাবে?
না । একদমই না
তাহলে সবাইকে বাঁচাতে হবে এবং বাঁচাতে হলে আমাকে বাঁচতে হবে। অন্যকেও বাঁচাতে হবে।
????এখনও কিছু শুরু করি নি সারাদিন রোজা রেখে ইফতারের সময় শুধু একটি দোয়া করি হে আল্লাহ্ আপনি আমার দেশবাসীকে রক্ষা করুন।আমীন
ডা: জাফরউল্লাহ কে যারা টকশোতে লান্চিত করেছেন তাদের জন্য সমস্ত টিম ও চাটুকাররা এবং তাদের যারা নিয়ন্ত্রন করছেন আমার সাথে ১০ মিনিটের জন্য দেশবাসীর সামনে Live এ আসুন আশাকরি ১০ ঘন্টা সময় দিলেও ১০ মিনিট টিকতে পারবেন না।
তাই দেশের মানুষদের সুরক্ষা দিন।
শাসন তাদের ক্ষেত্রে মানায় না যারা শুধু শোষন করে।
আপনাদের চেয়ার ও ক্ষমতা এই দেশের জনগনের আমানত আর আমানত রক্ষা করা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। সিরাজউদ্দৌলার ইতিহাস আর মীরজাফরের ইতিহাস এক নয়। খুব ভাল লাগে যখন ৪৫ বছর পরেও খুনিদের বিচার হয় তারমানে প্রতিটি অপমৃত্যুর বিচার হবে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ।
⭕️PCR - Analytical Specificity:-
➡️ No cross-reactions with other common clinical pathogens: Coronavirus(229E、OC43、HKU1、NL63),Parainfluenza virus(PIV1、PIV2、PIV3、PIVa、 PIV4b),Respiratory syncytial virus(RSVA、RSVB), Rubella virus(RV), Measles virus(MV), Mumps virus (MuV), Cytomegalovirus(HCMV), Adenovirus(ADV3、ADV7), Influenza A virus (2009H1N1、H1N1、H3N2), Influenza B virus(Victoria Department、Yamagata system), Enterovirus(CA16、EV71), Rhinovirus, Herpes virus(HSV1、EB), Mycoplasma pneumoniae (MP), Chlamydia pneumoniae(CP), Salmonella enteritidis, Streptococcus pneumoniae, Neisseria meningitidis, Lactobacillus casei, Neisseria gonorrhoeae, Proteus common, Streptococcus type B, E. coli, Haemophilus influenzae, Pseudomonas aeruginosa, golden yellow Staphylococcus, Legionella pneumophila, Candida albicans, Shigella flexneri, Aspergillus flavus, Aspergillus fumigatus, Aspergillus niger, Candida tropicalis, Candida nearly smooth, Candida krusei(Candida cruz), Cryptococcus neoformans, Bacillus cereus, Yersinia enterocolitica, Aeromonas hydrophila, Bordetella pertussis, Bordetella bronchitis, Bordetella parapertussis, M13 phage.
(WHO Approved)
⭕️⭕️দয়া করে কেও দেশকে গালী দিবেন না। অনেকেই বলে এবার করোনা থেকে মুক্তি পেলে এই দেশে আর থাকব না। কেন ভাই আপনার অধিকার আপনি পাচ্ছেন না তা আপনার ব্যর্থতা আর এই ব্যর্থতা থাকবেনা যদি সবাই একসাথে প্রতিরোধ করেন।⭕️⭕️
⭕️⭕️⭕️আপনাদের সামনে এত অশনি সংকেত আর আপনাদের গোয়েন্দা রিপোর্ট পর্যন্ত ভূল তারপরেও দেশবাসীর পাশে আসলেন না? আপনাদের জন্য আমার কষ্ট হচ্ছে।⭕️⭕️⭕️
☝????অন্যায় যে করে আর অন্যায় যে বসে বসে দেখে দুইটাই
সমান অপরাধ। আর আজ থেকে আপনাদের অপরাধের মুখোশ উন্মোচন করতে আমি থাকব সবার সামনে।আর বাংলাদেশের জনগন সাথে থাকলে পৃথিবীর কোন শক্তি কিছুই করতে পারবে না। আল্লাহ আমাদের রক্ষা করবে। আমীন। ১০০০ রাজাকার মরলে ১ টি দেশদ্রোহী তৈরি হয়। এবারের লড়াই ঐসকল দেশদ্রোহীদের বিরুদ্ধে যারা ক্ষমতায় থেকে নিজের দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।
⭕️আমি জনগন আর জনগনই ক্ষমতার মূল উৎস⭕️

আমার মেডিসিন লিমিটেড কম্পানিটি দেশের জন্য ফ্রী দিতে চেয়েছিলাম সেখানে শেখ হাসিনার পাতানো ব্যবসায়ী দিয়ে আমার কম্পানির CEO বানিয়ে তারা ডিজিডিএ থেকে অনুমোদন নিয়েছিল কিন্তু আমি অতিরিক্ত মূল্য নির্ধারণ করে দেশের টাকা তারা যেন দুর্নীতি না করতে পারে সেই জন্য রাজি হই নি।

⭕️আজকে বাংলাদেশ ৮৫০ কোটি টাকা ঋণ পেল ADB থেকে টেস্টিং কিট্ ও অন্যান্য যন্ত্রাংশ কিনার জন্য।এতে আমার অবদান এইটুকু ছিল যে আমার মেডিসিন লিমিটেড কম্পানি থেকে ঐ সামগ্রী গুলো কিনে বাংলাদেশ সরকারকে দিতে চেয়েছিল।চায়না মেডিকেল Association এর সমস্ত সিনিয়র সদস্য অক্লান্ত পরিশ্রম করেছিল আমার জন্য।আমার জন্য যে মূল্য ও স্বচ্ছতার প্রডাক্ট নির্ধারণ করেছিল তা অন্য কোন দেশের প্রধানরাও ঐ মূল্যে নিতে পারে নি।
ADB বলেছিল যদি প্রডাক্ট দেই তাহলে বাংলাদেশ কে প্রডাক্ট দিবে তানাহলে ঋণ দিবে।আমার উদ্দেশ্য ছিল দেশ কে সহযোগীতা করা।যাই হোক আমি আমার কথা রেখেছিলাম এবং এখনও রাখছি। কথা দিয়েছি ২০ লক্ষ মানুষের কর্মসংস্থান করব আর তার জন্যেই রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করছি।দেশের মানুষ ও দেশের জন্য করতে চাই তা যে কোন রাজনীতি ও ধর্মের মানুষদের জন্য। যাতে করে সবাই ঘরে বসেই কিছু করতে পারে আর সরকারও ট্যাক্স পেতে পারে।
শুধু পরিচয় থাকবে আমি বাংলাদেশী। 13 MAY 2020 Social Post