জনগণের শক্তি ও নতুন সংবিধানের পথ আগামী মাসের প্রথম সপ্তাহে অবৈধ চুপ্পুর পদত্যাগের জন্য বঙ্গভবন ঘেরাও
আগামী মাসের প্রথম সপ্তাহে অবৈধ চুপ্পুর পদত্যাগের জন্য বঙ্গভবন ঘেরাও এর কর্মসূচি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।The Red July এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব সজিব ও সাধারণ শিক্ষার্থীরা যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়।আগামীর ইতিহাসে তাদের নাম থাকবে।

জনগণের শক্তি ও নতুন সংবিধানের পথ
আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে — বঙ্গভবন ঘেরাও, অবৈধ রাষ্ট্রপতির (চু্প্পুর) পদত্যাগের দাবিতে। এই কর্মসূচির সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে “The Red July” এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব সজিব ও সাধারণ শিক্ষার্থীরা, যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন, নেতৃত্ব দিচ্ছেন। তারা আগামী ইতিহাসে তাদের নাম অমর করে রাখবেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূতিকাগার হিসেবে ভূমিকা রেখেছে।
১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-আন্দোলন।
১৯৯০ সালে এরশাদের পতনের দাবিতে গণঅভ্যুত্থান।
আজও একইভাবে ছাত্রসমাজ ও সাধারণ জনগণ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে — সেই রাষ্ট্রপতি, যিনি ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে হাসিনার সহযোগী ছিলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান হিসেবে গণহত্যায় যুক্ত ছিলেন। তার পদত্যাগ ও বিচার জনতার আদালতে নিশ্চিত করতে হবে।
সংবিধান বাতিল ও নতুন সংবিধান
অনেকে বলে, “সংসদ ছাড়া সংবিধান বাতিল করা যায় না।” কিন্তু ইতিহাস ও আইন বলছে অন্যকথা।
১. সংবিধান বাতিলের সাংবিধানিক জটিলতা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী (অনুচ্ছেদ ১৪২) সংসদে দুই-তৃতীয়াংশ ভোট ছাড়া সংশোধন সম্ভব নয়। কিন্তু যদি:
গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী পালিয়ে যায়,
সংসদ ভেঙে যায়,
রাষ্ট্রপতি গণহত্যা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকেন,
তাহলে প্রচলিত সাংবিধানিক ধারা কার্যত অকার্যকর হয়ে পড়ে। তখন একমাত্র পথ হলো “অসাংবিধানিক কিন্তু বৈধ” (extra-constitutional but legitimate) — ইতিহাসে বহুবার যেমন ঘটেছে।
২. জনগণের গণভোট ও নতুন সংবিধান
বাংলাদেশের সংবিধানে সরাসরি গণভোটের বিধান নেই। তবে বিপ্লবী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গণভোট আয়োজন করতে পারে। বৈধতা আসবে:
জনগণের সম্মতি (popular sovereignty) থেকে
ডি ফ্যাক্টো ক্ষমতা (de facto authority) থেকে
৩. আন্তর্জাতিক ও ঐতিহাসিক নজির
বাংলাদেশ (১৯৭২): পাকিস্তানের সংবিধান পরিত্যাগ করে নতুন সংবিধান প্রণয়ন।
নেপাল (২০০৬–২০০৮): রাজতন্ত্র পতনের পর অন্তর্বর্তী সংবিধান ও নতুন সংবিধানসভা।
দক্ষিণ আফ্রিকা (১৯৯০–১৯৯৬): এপারথাইড পতনের পর অন্তর্বর্তী ও স্থায়ী সংবিধান।
ফ্রান্স (১৭৯৩, ১৮৪৮, ১৯৫৮): বিপ্লবের সময় নতুন সংবিধান।
৪. বাংলাদেশের বাস্তবতা
এখনকার পরিস্থিতিতে:
জনগণের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার,
একটি অন্তর্বর্তী সংবিধান,
পরবর্তীতে সংবিধান সভা (Constituent Assembly),
প্রয়োজনে গণভোট — এটাই একমাত্র পথ।
রাষ্ট্র, দুর্নীতি ও জনগণের অধিকার
আমলাতন্ত্র ও প্রশাসন দুর্নীতির কারণে কলুষিত। বদলি ও প্রমোশনের জন্য কোটি কোটি টাকা লেনদেন হয়, যা শেষমেশ আদায় করা হয় জনগণের কাছ থেকে — ট্যাক্স ও বাজারমূল্যের মাধ্যমে।
কিন্তু রাষ্ট্র জনগণকে কী দিয়েছে?
ভুটান: চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ ফ্রি।
বাংলাদেশ: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভারের কাছেও শত কোটি টাকার প্রমাণ।
প্রতিদিন হাজার কোটি টাকা চুরি হয়। যদি এই সিস্টেম পরিবর্তন না হয়, তবে হাসিনার পর অন্য কেউ একই পদ্ধতিতে ক্ষমতা ব্যবহার করবে।
জনগণের সংগ্রাম
যারা গণভবন ঘেরাও করতে পারেননি, তারা অবশ্যই বঙ্গভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এটি হবে প্রকৃত বীরের দায়িত্ব। আপনার সন্তানরা যেন একটি নিরাপদ বাংলাদেশে মৌলিক অধিকার ভোগ করতে পারে, সেই দায়িত্ব জনগণেরই।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান — জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণঅভ্যুত্থান রুখতে পারবেন না।
যে রাজা জনগণকে লুট করে সে রাজা নয়। যে সিংহ ঘাস খায় না, সে যেমন তার স্বভাব ধরে রাখে, জনগণও তেমনি প্রতারণা মেনে নেবে না।
আমার অঙ্গীকার
আমি আমার জীবনের ১৭ বছর দল ও দেশের জন্য উৎসর্গ করেছি। রাজনৈতিক নির্বাসনে থেকেও আইনের গবেষণা করছি, যেন প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করতে পারে।
আমার চ্যালেঞ্জ রইলো — যাঁরা ভুয়া কৃতিত্ব দাবি করবেন বা বিশ্বাসঘাতকতা করবেন, জনগণ তাঁদের প্রতিহত করবে। ইতিহাস বিকৃতির সময় শেষ।
যারা গণভবন ঘেরাও অংশগ্রহণ করতে পারেননি তারা অবশ্যই বঙ্গভবন ঘেরাও অংশগ্রহণ করে বীরের মতই বাংলাদেশি হয়ে যেনো থাকতে পারেন।
আপনার সন্তানরা যেনো একটি নিরাপদ বাংলাদেশে সকল প্রকার অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।
আহ্বান
আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং প্রবাসী যোগ্য ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি — আসুন, আমরা একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।
বাংলাদেশ জিন্দাবাদ।
✍️ ০৩ সেপ্টেম্বর ২০২৫
RAJU AHMED DIPU
(2nd Spokesperson, Bangladesh Uprising 2021–2024)
Political Exiled, Germany, Country Analyst, Specialist- International Business Law
Email: dipu@countrypolicy.com
The Power of the People and the Path to a New Constitution
In the first week of next month, a central programme has been announced in Dhaka University — a siege of Bangabhaban to demand the resignation of the illegitimate President (Chuppu). The initiative has begun from Dhaka University, led by Sajib, the founding member-secretary of The Red July, together with ordinary students unaffiliated with any political party. Their names will be written into the history of tomorrow.
Historical Context
Since its foundation, Dhaka University has been the cradle of anti-dictatorship movements:
In 1969, the student uprising against Ayub Khan.
In 1990, the mass uprising that toppled Ershad.
Today, once again, students and the wider public are demanding the resignation of a President — a former leader of the Awami League’s student wing, who collaborated with Sheikh Hasina and, as head of the armed forces in July–August 2024, was directly complicit in atrocities. His resignation and trial before the people’s court are inevitable.
Abolishing the Constitution and Creating a New One
Many argue that “the Constitution cannot be abolished without Parliament.” But both history and law tell us otherwise.
1. Constitutional Deadlock
Under Article 142 of the Constitution of Bangladesh, amendments require a two-thirds majority in Parliament. But if:
the Prime Minister has fled following a mass uprising,
Parliament has been dissolved,
and the President is implicated in mass killings and treason,
then the constitutional framework becomes defunct in practice. The only path forward is “extra-constitutional but legitimate” action — a course repeatedly taken throughout history.
2. People’s Referendum and New Constitution
Bangladesh’s Constitution does not provide for referenda. However, in revolutionary circumstances, an interim government formed by popular mandate may organise a referendum to legitimise a new Constitution. Legitimacy would arise from:
Popular sovereignty (the will of the people), and
De facto authority (effective control of the state).
3. International and Historical Precedents
Bangladesh (1972): Pakistan’s Constitution was abandoned; a new Constitution was drafted based on the reality of independence.
Nepal (2006–2008): After the monarchy’s fall, an interim constitution and new constituent assembly were created.
South Africa (1990–1996): Following the end of apartheid, an interim constitution was followed by a democratic one.
France (1793, 1848, 1958): New constitutions were born during revolutionary upheavals.
4. The Bangladeshi Reality
Given the collapse of state structures:
An interim government under popular leadership,
The declaration of an interim constitution,
Formation of a constituent assembly,
And, if necessary, a referendum —
constitute the only legitimate way forward.
The State, Corruption and People’s Rights
Bureaucracy and administration have long been corrupted. Millions of taka are exchanged for transfers and promotions, costs ultimately borne by the public through taxes and market prices.
But what has the state given back to its people?
In Bhutan, healthcare and medicines are completely free.
In Bangladesh, even drivers within the Ministry of Health have amassed hundreds of crores of taka.
Every day, billions are stolen. If this system is not overturned, then after Hasina, another figure will exploit it in the same way.
The People’s Struggle
Those who could not join the Ganabhaban siege must take part in the Bangabhaban siege. This is the duty of a true patriot. It is the people’s responsibility to ensure that their children grow up in a safe Bangladesh, enjoying fundamental rights.
To the political parties: do not attempt to mislead the people. A mass uprising cannot be prevented.
A king who robs his people is no king. Just as a lion never eats grass, the people will never accept deception.
My Commitment
I have dedicated 17 years of my life to party and country. Even in political exile, I continue researching constitutional law so that every citizen may enjoy equal rights.
I issue this challenge: those who seek false credit or betray the people, will be resisted. The era of distorting history is over.
Call to Action
I call upon retired military officers and qualified professionals at home and abroad: let us together build a self-reliant, corruption-free, and secure Bangladesh.
Bangladesh Zindabad.
✍️ 03 September 2025
Raju Ahmed Dipu
(2nd Spokesperson, Bangladesh Uprising 2021–2024)
Political Exile, Germany | Country Analyst | Specialist in International Business Law
Email: dipu@countrypolicy.com