না এখন শুধু পালিয়ে যেতে হবে- গণঅভ্যুত্থান - ড. রাজু আহমেদ দিপু
না এখন শুধু পালিয়ে যেতে হবে ড. রাজু আহমেদ দিপু গণঅভ্যুত্থান

সমগ্র দেশ একটি কারাগার সেখানে অধিকার ফিরে পেতে ও বাঁচতে হলে সবাইকেই #গণঅভ্যুত্থান এ নামতে হবে।দানবের সাথে মানবের শান্তি কখনই হবে না।মাফিয়া মুক্ত নিরাপদ বাংলাদেশের জন্য সবাই প্রস্তুতি নিন।যে যেভাবে পারেন সেভাবেই প্রতিরোধ করুন যেন কেও পালাতে না পারে।এলাকা ভিত্তিক ছোট ছোট গ্রুপ তৈরী করুন যেন দেশদ্রোহীরা বুঝতে পারে তাদের জন্ম স্বাধীন বাংলাদেশে হওয়াটা এ জাতির জন্য একটি পাপ ছিল❗️যে লড়াইটা ১৮ কোটি জনগণের সেখানে রাজনৈতিক দল গুলোর আশায় বসে থাকলে আজীবন অধিকার ছাড়াই নির্যাতনের শিকার হয়ে মরতে হবে।দেশটা সকলের তাই সবাইকেই নামতে হবে একটি নিরাপদ বাংলাদেশের জন্য।যদি মনে করেন ডাক্তার পুলিশকে হারামজাদা বলেছে এবং ম্যাজিষ্ট্রেট সহ সকলের বাবা মুক্তিযোদ্ধার নাটক দেখে সময় নষ্ট করে সব ভূলে যাবেন তাহলে মনে রাখবেন সরকার যা দেখাতে বলে মিডিয়া তাই দেখায়।নিজেদের অধিকার ও প্রাপ্যতার পিছনে সময় দিন তাহলে জীবন ও সম্মানের সাথে নিরাপদ বাংলাদেশ অবশ্যই পাবেন।
শেখ হাসিনার দীর্ঘ রাজনীতির মাফিয়া তন্ত্রের রাজত্ব যেভাবে চালাচ্ছেন তার মানে এই নয় উনি খুব ভাল নির্দেশক।সমস্যা হচ্ছে যাদের সাথে উনি খেলেছেন তারা খেলা বুঝার আগেই পরাজয় মেনে নিয়েছে।জনগণের সাথে খেলা আর আগুনের সাথে খেলা সমান তাই কবে কখন এই জনতা এক হয়ে এদের ক্ষমতাচ্যুত করবে সেই ভয়ে থাকে সব সময়।যারা এদের নিরাপত্তা দিচ্ছে তাদের নিরাপত্তা কিন্তু জনগণ দিচ্ছে।কামান,বডি গার্ড নিয়ে কেও ঘুমাতে যায় না।সকলের ঘুম যেন শান্তিতে হয় তাই নাগরিকদের গুলি করে মেরে ফেলা বন্ধ করুন।আপনাদের কারনে পরবর্তী কয়েক প্রজন্ম দেশদ্রোহীদের বংশধর হিসেবে চিহ্নিত থাকবে।দেশে ও বিদেশে যে যেখানেই থাকুক এরা দেশদ্রোহী হয়েই থাকবে।দেশপ্রেম যারা করে তাদের কাছে মায়া মমতা শুধুই দেশ ও জনগণ তাই দেশদ্রোহীদের একটু ভয় পাওয়া উচিৎ‼️মানুষ খেতে পারছে না কোথাও অক্সিজেন নেই তাই যারা নাগরিকদের মৌলিক অধিকারের টাকা পাচার করে দেশটাকে মাফিয়ার রাজত্ব বানিয়েছে তাদের ভয় পেতে হবেই।অন্যায়ের প্রতিবাদ না করাটাও আরেক অন্যায়।
https://www.facebook.com/share/162ZYM5P8x/?mibextid=wwXIfr ✍️©️dp-18APR2021RAJU AHMED DIPU