গণঅভ্যুত্থান একটি নাগরিক প্রতিরোধের শুরু – ড. রাজু আহমেদ দিপু'র ঘোষণাপত্র
শেখ হাসিনা ও আইজিপি কত টাকা পাচার করেছে-ড. রাজু আহমেদ দিপু
✊ গণঅভ্যুত্থান: একটি নাগরিক প্রতিরোধের শুরু – ড. রাজু আহমেদ দিপু'র ঘোষণাপত্র
প্রকাশকাল: ২০২1 | উৎস: BangladeshAnalyst.com | বিশ্লেষণ ও গবেষণা: Dr. Raju Ahmed Dipu
সংক্ষিপ্ত বিবরণ:
২০২১ সালে ড. রাজু আহমেদ দিপু একটি ভিডিও বার্তার মাধ্যমে সর্বপ্রথম জনসমক্ষে “গণঅভ্যুত্থান” ঘোষণার আহ্বান জানান, যেখানে তিনি অভিযোগ করেন:
-
উচ্চপর্যায়ের দুর্নীতির অভিযোগ, বিশেষ করে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা ও তৎকালীন আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে,
-
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায় ও এর সাথে রাষ্ট্রীয় নীতির সম্ভাব্য সংশ্লিষ্টতা,
-
জনজীবনের নিরাপত্তাহীনতা, রাজনৈতিক নিপীড়ন এবং বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে একটি সংগঠিত, অহিংস নাগরিক জাগরণের ডাক।
ভিডিও উপস্থাপন:
উক্ত ভিডিওটি ২০২১ সালে ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ড. দিপু প্রমাণ-সহ তথ্যসূত্র দিয়ে রাষ্ট্রীয় কর্তাব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। ভিডিওটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে “গণঅভ্যুত্থান শুরু হলো” এই শিরোনামে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এবারের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশী মানুষ অংশগ্রহণ করবে।যারা ভাল পুলিশ আছেন তারা দয়া করে নিজ নিজ পুলিশ স্টেশনে অথবা বাসায় থাকবেন।মনে রাখবেন দেশটা সকলের এবং পরিবার সকলেরই আছে।দেশে ও বিদেশে যে যেখানে পালাবে সেখান থেকে ধরে নিয়ে আসা হবে।সকলের তালিকা হয়েছে।যে সকল এলাকায় হত্যা,গুম,ধর্ষণ হয়েছে তাদের নাম ও ছবি website এ প্রকাশ করা হবে।পৃথিবীর সকল দেশেই দেশপ্রেমিক আছে যারা তাদের চিন্হিত করবে।আপনাদের চাকরির ভয় দেখালে ভয় পাবেন না কারন তা পরবর্তীতে বিশেষ সম্মানের সাথে পূনর্বহাল করা হবে।আর যারা ভারতের দালাল ও মাদার অফ মাফিয়ার পুলিশ এবং জনগণের শত্রু দেশদ্রোহীরা সাবধানে আসবেন।আপনাদের আগামীর প্রজন্ম যেন একটি নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ পেতে পারে সেই জন্য আশা করি মাফিয়াদের কাছ থেকে দেশ ও দেশের নাগরিকদের রক্ষা করার জন্য সহযোগিতা করবেন।মনে রাখবেন এটাই আপনার শেষ সুযোগ যাদের টাকায় আপনাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের জন্য ও দেশের জন্য কাজ করার।
সকল রাজনৈতিক দল গুলো চিলে কান নিয়ে গেছে সেই চিলের পিছনে সময় নষ্ট করবেন না।কোন নির্বাচন নিয়ে আর কথা বা অংশ গ্রহণ নয়।জনগণের অধিকার রক্ষা করার জন্য সবাই প্রস্তুত।প্রধানমন্ত্রী বলেছে মহা সড়কে টোল দিতে হবে।ধিক্কার জানাই আপনাকে।যাদের টাকায় মহা সড়ক হয়েছে তারা আবার কেন ট্যাক্স দিয়ে চলবে? প্রতি বছর গাড়ির জন্য যে রোড ট্যাক্স দেওয়া হয় সেই টাকার পরিমাণ পৃথিবীর কোন দেশেই দেওয়া হয় না।আজ সয়াবিন তেল ১৩৫ টাকা যা ইউরোপ সহ পৃথিবীর উন্নত দেশ গুলোতেও নেই।সকল কিছু জনগণের উপর চালিয়ে এবং জনগণের টাকায় আপনাকে বেতন দিয়ে এই দেশের নাগরিকরা বাকস্বাধীনতা পর্যন্ত হারিয়েছে।তাই আজ সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মাফিয়া দুর্নীতিবাজ বঙ্গ শত্রু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সকলের অংশগ্রহণ করা।যেন সরকার বাহিনী কোন নাগরিকদের ধর্ষণ,গুম,হত্যা ও জঙ্গি নাটক বানিয়ে ক্রসফায়ার না করতে পারে।দুর্নীতি করে দেশের সম্পদ যেন পাচার না করতে পারে।সবাই ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানে অংশ গ্রহণ করবেন যেন পাচারকৃত টাকা গুলো ফিরিয়ে নিয়ে আসতে পারি।ঐ টাকা গুলো আনতে পারলে প্রতিটি নাগরিক কে বিনামূল্যে চিকিৎসা, বেকার ভাতা, বিদ্যুৎ ও গ্যাস বিল ৫০% কমানো হবে।শেখ হাসিনা যত টাকা চুরি করে পাচার করেছে তা দিয়ে বাংলাদেশ আগামী ২০ বছর চলতে পারবে।
আসুন এই দেশদ্রোহী বঙ্গ শত্রু মাদার অফ মাফিয়া শেখ হাসিনার অবৈধ সরকারকে বিদায় দেই।
মনে রাখবেন পৃথিবীর কোন অত্যাচারিত সরকার স্বাভাবিক ভাবে বিদায় নেয় নি।অবৈধ মাফিয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।দেশের বিরুদ্ধে কাজ করছে ঐ সকল মাফিয়ারা।ইংরেজ পারেনি, পাকিস্তান পারেনি তাহলে এই বাংলার বীর সন্তানদের দেশদ্রোহী বঙ্গ শত্রুও আটকাতে পারবে না ইনশাআল্লাহ।
????dp-17-FEB-2020✍️ ড. রাজু আহমেদ দিপু
#বঙ্গশত্রুশেখহাসিনা #নতুনসংবিধান #গণঅভ্যুত্থান #themotherofmafia #rabfornextoperation
নিবন্ধের মূল বিষয়বস্তু:
-
২০২১ সালের প্রেক্ষাপট ও গণঅভ্যুত্থানের ধারণাগত ব্যাখ্যা
-
দুর্নীতির অভিযোগ ও ভিডিওতে উল্লিখিত তথ্যসূত্র বিশ্লেষণ
-
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার পরিস্থিতি
-
রাষ্ট্রের জবাবদিহিতা ও আইনি কাঠামোতে ব্যর্থতার লক্ষণ
-
প্রথম নাগরিক আন্দোলনের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি
-
ড. রাজু আহমেদ দিপু'র ভূমিকা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
-
গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ ধারা ও শান্তিপূর্ণ প্রতিরোধের কৌশল
২০২০ থেকে ২০২৪ গণঅভ্যুত্থান
নিয়ে সর্বোচ্চ বার্তা পৌছে দিয়েছেন যা প্রতিটি সামাজিক পোষ্ট এ গণঅভ্যুত্থান এর কথা বলেছেন।
শেখ হাসিনার আইসিটি টিম এই পেজ সহ অসংখ্য পেজ restricted করেছিল।
Email: dipu@countrypolicy.com
Dr. Raju Ahmed Dipu
Politician, Analyst, Social Entrepreneur